কেন্দ্রীয় কমিটি বিলুপ্তের কয়েক ঘণ্টা পর হেফাজতের আহ্বায়ক কমিটি

(বাম থেকে) হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মুহিব্বুল্লাহ বাবুনগরী ও নুরুল ইসলাম জেহাদী। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হেফাজতে ইসলামের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গতকাল রোববার দিবাগত রাতে।

বিলুপ্ত ঘোষিত কমিটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী এক ভিডিও বার্তায় এই কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বিলুপ্ত ঘোষিত কমিটিতেও একই পদে ছিলেন।

আহ্বায়ক কমিটির আমির হিসেবে ঘোষণা করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে। তিনি বিলুপ্ত ঘোষিত কমিটিতেও একই পদে ছিলেন।

নুরুল ইসলাম জেহাদীকে করা হয়েছে মহাসচিব। তিনিও বিলুপ্ত কমিটিতে একই পদে ছিলেন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সালাহ উদ্দীন নানুপুরি ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

হেফাজত সূত্রে জানা গেছে, আহ্বায়ক কমিটির পাঁচ নেতার সবাই অরাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

ভিডিও বার্তায় নুরুল ইসলাম জেহাদী বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরে আমাকে আহ্বায়ক কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।’

এই পাঁচ সদস্যের কমিটি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা

Comments