খাদ্যশস্য ঘাটতি: কতটা ঝুঁকিতে বাংলাদেশ?
দেশের সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি সামাল দিতে সরকার খাদ্যের মজুদ বাড়ানো জন্য বোরো সংগ্রহ অভিযান জোরদার করেছে।
কেন এবং কীভাবে খাদ্যশস্যের মজুদ দুই বছরের মধ্যে দুই তৃতীয়াংশ কমে গেল? কী কী কারণে এই ঘাটতি গত কয়েক বছরে পূরণ করা গেল না? খাদ্যশস্যের মজুদ বাড়ানো না গেলে কী ধরনের বিপদের আশঙ্কা আছে?
Straight From Star Newsroom এ আজ আমরা জানব এই প্রশ্নগুলোর উত্তর। সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।
Comments