ডিআইজি’র অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম: আদালতে মামুনুল

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক আদালতে বলেছেন, তিনি গত ২৬ মার্চ ডিআইজি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররম গিয়েছিলেন।
হেফাজত নেতা মামুনুল হক। স্টার ফাইল ফটো

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক আদালতে বলেছেন, তিনি গত ২৬ মার্চ ডিআইজি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররম গিয়েছিলেন।

আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে মামুনুল এ কথা বলেন।

মামুনুল বলেন, সেদিন তিনি বাংলাবাজারের একটি মসজিদে ছিলেন। বায়তুল মোকাররমে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষ চলায় সেই পুলিশ কর্মকর্তা তাকে সেখানে যেতে অনুরোধ করেন।

ফোনে তাকে সেখানে গিয়ে হেফাজত কর্মীদের শান্ত করতে একটি বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। পরে মামুনুল বায়তুল মোকাররম যান বলে আদালতে জানান।

আদালতে মামুনুলের বক্তব্যের বরাত দিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ গণমাধ্যমকে এ সব কথা জানান।

আইনজীবী বলেন, পরে মামুনুল বায়তুল মোকাররমে গিয়ে হেফাজত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে তাদের শান্ত করেন।

আজ আদালত মামুনুলের কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তবে এখন আমাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

চলতি বছরের ২৬ মার্চ ও ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানার আলাদা দুটি নাশকতার মামলায় আজ মামুনুলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এই দুই মামলায় মামুনুলের ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে: পুলি 

মামুনুলের ৭ দিনের রিমান্ড

মামুনুলের সঙ্গে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে: পুলিশ

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago