ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ
ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় বেনাপোল স্থলবন্দরে গত চার দিন ধরে অক্সিজেন আমদানি বন্ধ আছে।
আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে গত বৃহস্পতিবার থেকে ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ আছে।’
এর আগে, গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮১৫ মেট্রিক টন তরল অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে আসে বলে জানান তিনি
অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ হওয়ায় তারা আপাতত অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছে।
তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্প্রতি ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ভারত তরল অক্সিজেন দেবে আশা রাখি। তবে লিন্ডে বাংলাদেশ বিকল্প হিসেবে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা করছে।’
ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি বিশ্বজিত দাস দ্য ডেইলি স্টারকে জানান, ভারত থেকে সাময়িকভাবে অক্সিজেন রপ্তানি বন্ধ আছে। ভবিষ্যৎ চাহিদার কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে় থাকে। করোনাকালে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বেড়ে যায়।
অক্সিজেন পরিবহনকারী বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, গত চার দিন ধরে বেনাপোল বন্দরে ট্রাক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু, ভারত থেকে কোনো অক্সিজেন বন্দরে প্রবেশ করেনি।
Comments