চট্টগ্রামে বাবুনগরীর বিরুদ্ধে পুলিশের ২ মামলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের প্রধান ও নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা হলেও, আজ সোমবার তা প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রাশিদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা যাচাই করতে সময় নিয়েছে এবং পরে মামলা হয়েছে।’
‘জুনায়েদ বাবুনগরীসহ অন্য হেফাজত নেতাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, থানায় ভাঙচুর ও অন্যান্য অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে’, বলেন তিনি।
এ দুটি মামলায় এখন পর্যন্ত কোনো হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এসপি।
পুলিশ জানায়, বাবুনগরীসহ অন্য শীর্ষ হেফাজত নেতা, বিএনপি ও জামায়াত নেতাদের আসামি করে মামলা হয়েছে।
এ দুটি মামলাসহ হেফাজতের সহিংসতার ঘটনায় হাটহাজারী থানায় এখন পর্যন্ত মোট নয়টি মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জুনায়েদ বাবুনগরী, মীর ইদ্রিস, নাসির উদ্দিন, জাকারিয়া নোমানীসহ ১৬ হেফাজত নেতা এবং আরও ২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন কনস্টেবল সোলায়মান। গত ২৬ মার্চ হাটহাজারীতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সোলায়মানকে হেফাজত কর্মীরা তুলে নিয়ে যায়।
এ ছাড়া, হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন বাদী হয়ে জুনায়েদ বাবুনগরী, হাটহাজারীর জামায়াতের আমিরসহ ৭৪ জনের নামে ও তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
Comments