বর্তমানে হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
বর্তমানে হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যদি রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে ২১ হাজারে পৌঁছে তাহলে আমরা চাহিদা পূরণ করতে পারবো না।’
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে তরল অক্সিজেন ব্যবহারকারী শিল্পগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, যেন সংকটের সময় তাদের কাছ থেকে অক্সিজেন সংগ্রহ করা যায়।
মন্ত্রী বলেন, ‘আমরা ছোট অক্সিজেন প্ল্যান্ট আমদানির পরিকল্পনা করছি। বর্তমানে যে সক্ষমতা আছে তা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই।’
অক্সফোর্ড ভ্যাকসিনের তিন কোটি ডোজের বিষয়ে তিনি বলেন, ‘বেক্সিমকোর পাশাপাশি সরকারও শিগগির ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছে। তবে কবে পাব তা জানি না। ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী সংকট রয়েছে।’
ভ্যাকসিনের ভিন্ন উত্স সম্পর্কে তিনি বলেন, ‘এখন পাওয়া যায় এমন ভ্যাকসিনের অনুমোদন দিতে আমরা ওষুধ প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছি। মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘সিনোফার্ম পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাতে চেয়েছে, এর জন্য আমরা সব ধরণের নথি সরবরাহ করেছি। এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষা আছি।’
যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাতে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
Comments