করোনার সংক্রমণ রোধে পাঞ্জাবে নৈশ কারফিউ

করোনার সংক্রমণ রোধে ভারতের পাঞ্জাব প্রদেশে নৈশ কারফিউর ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।
ছবি: এনডিটিভি থেকে নেওয়া

করোনার সংক্রমণ রোধে ভারতের পাঞ্জাব প্রদেশে নৈশ কারফিউর ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন কর্মদিবসে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ ও সপ্তাহান্তে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন থাকবে।

প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গতকাল সোমবার রাতে এক টুইটার বার্তায় জনগণের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি সবাইকে ‘ঘরে থাকার ও শুধুমাত্র অতি-জরুরি প্রয়োজনেই বাইরে যাওয়ার’ অনুরোধ করেছেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে করোনা রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ৭৬ জন।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী রয়েছেন প্রায় ৫০ হাজার।

মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে। গণমাধ্যমকে তিনি বলেছেন, এমন পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে তিনি আর্থিক সমস্যার কথা বিবেচনায় রেখে সর্বাত্মক লকডাউন দিতে রাজি নন বলেও জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago