জমি দখলে বাধা দেওয়ায় দম্পতিকে কুপিয়ে জখম
লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় এক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হারাধন চন্দ্র রায় (৩৮) ও তার স্ত্রী স্মৃতি রানী (৩০) লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর উপজেলার আইরখামার নায়েকপাড়া মালিটারী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন হারাধন চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় রমজান আলীর নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত এক সাথে তার ১৫ শতাংশ জমি দখল করে হালচাষ শুরু করে। এতে বাধা দিলে তারা তাকে ও তার স্ত্রীকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এসময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে জানিয়ে দেয় আমাদেরকে গ্রামছাড়া করে দেওয়া হবে।’
অভিযুক্ত রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ও তার লোকজন কারো জমি জোর করে দখল করতে যাননি।
নিজের জমিতে হালচাষ দিতে গেলে হারাধন ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে বলে তিনি জানান।
লালমনিরহাট সদর থানার এএসআই জিয়া ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ওই জমি নিয়ে মাসখানেক আগে থানায় একটি অভিযোগ করেছিলেন হারাধন চন্দ্র রায়। একাধিকবার রমজান ও তার লোকজনকে এনিয়ে বৈঠক করার প্রস্তাব দিলেও তারা উপস্থিত হননি।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ দোলন জানান আহত স্বামী-স্ত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখনো শঙ্কামুক্ত নন।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আহতদের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
Comments