রাবির বধ্যভূমি এলাকা থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় আজ সকালে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়নের (র্যাব)।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় খননকৃত একটি পুকুর থেকে মাটি তুলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে পাশে পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের খবর দেন এক শ্রমিক। পরে র্যাব-৫ এর একটি দল এসে তা উদ্ধার করে।
রাজশাহীর র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, মতিহার থানা পুলিশের তথ্যের ভিত্তিতে আমরা একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। মর্টাল শেলটি ফায়ার করা হয়েছিল, তবে তা বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছে আমাদের বিশেষজ্ঞ দল।
‘তবে মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা যেহেতু মিলিটারি ইকুইপমেন্ট তাই সামরিক বাহিনীকে খবর দেওয়া হয়েছে। শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে,’ জানান তিনি।
Comments