তাপদাহ বৃদ্ধি: পাবনায় ডায়রিয়া রোগী বাড়ছে

Pabna.jpg
পাবনা জেনারেল হাসপাতালের ৩০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। ছবি: স্টার

করোনার ভয়াবহতার পাশাপাশি গত এক সপ্তাহের গরমে পাবনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহ বৃদ্ধি পাওয়ায় পাবনায় বেড়েছে ডায়রিয়া। পাবনা জেনারেল হাসপাতালের ৩০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে ডায়রিয়া রোগীদের বেশীরভাগই মধ্যবয়সী ও বয়স্ক মানুষ। পানিশূন্যতাসহ তাপদাহের কারণে তারা অসুস্থ হয়ে ছুটছেন বিভিন্ন হাসপাতালে। এ সপ্তাহের প্রথম দিকে সর্বোচ্চ ৭০ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হন।

হাসপাতালের পরিসংখ্যান শাখার কর্মী মো. সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত সাত দিনে পাবনা জেনারেল হাসপাতালে মোট ৩৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। ৩০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অতিরিক্ত তাপদাহের কারণে পানিশূন্যতাসহ অনেকেই এসময় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অতিমাত্রায় গরম পড়ায় ডায়রিয়া ছাড়াও নবজাতক শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছেন গরম ও ঠাণ্ডাজনিত নানা রোগে। ফলে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।’

তবে, এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানান তিনি।

একসঙ্গে এত ডায়রিয়া রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকদের।

ডা. আইয়ুব বলেন, ‘করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি আকস্মিক ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে।’

পাবনা অঞ্চলের ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহের মধ্যে চলতি মাসের ২০ তারিখে সর্বোচ্চ ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপর থেকে প্রতিদিনই ৩৮-৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হচ্ছে পাবনা অঞ্চলে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago