মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু
মহারাষ্ট্রের থানেতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে চার রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরের শহর থানের ওই হাসপাতালটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তা নির্বাপণ করেন। হাসপাতালটি থেকে মোট ২০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয় জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের দোতলা পুরো পুড়ে গেছে। তবে, সেখানে কোনো করোনা রোগী ছিল না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে এবং আহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
গত সপ্তাহেই মহারাষ্ট্রের ভিরার শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন ১৪ জন করোনা রোগী মারা গেছেন।
Comments