রিয়ালের মাঠে ড্র করেও সন্তুষ্ট নন চেলসি কোচ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বর্তমান কোচ জিনেদিন জিদানের অধীনেই এ আসরের তিন তিনটি শিরোপা জিতেছে দলটি। সে দলটির বিপক্ষে আগের দিন তাদের মাঠে গিয়ে ড্র করে ফিরেছে চেলসি। স্বাভাবিকভাবেই তাতে সন্তুষ্ট হওয়ার কথা ছিল তাদের। কিন্তু ম্যাচে যেভাবে খেলেছে তারা, তাতে শেষ পর্যন্ত আক্ষেপই ঝরে চেলসি কোচ টমাস টুখেলের কণ্ঠে।

মঙ্গলবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে করেছে রিয়াল ও চেলসি। মার্কিন তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ সফরকারীদের এগিয়ে দেওয়ার পর স্প্যানিশ লিগের শিরোপাধারীদের সমতায় ফেরান করিম বেনজেমা।

অথচ ম্যাচের শুরু থেকেই একের পর এক পরিকল্পিত আক্রমণ করে খেলতে থাকে চেলসি। ছয়টি অনটার্গেট শট থেকে গোল পেয়েছে মাত্র একটি। অন্যদিকে একটিমাত্র অনটার্গেট শট থেকেই গোল পেয়ে যায় রিয়াল।

বিশেষ করে দশম মিনিটে করা টিমো ভের্নারের অবিশ্বাস্য মিস পোড়াচ্ছে দলটিকে। ছোট ডি-বক্সের সামনে একেবারে ফাঁকায় থেকেও মিস করেন এ জার্মান ফরোয়ার্ড। ম্যাচ শেষে তাই বিটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাশ টুখেল বলেন, 'প্রচুর সাহসিকতা ও দক্ষতার সঙ্গে আমরা ম্যাচটি দারুণভাবে শুরু করেছিলাম। প্রথমার্ধের খেলাতেই আমরা জয়ের যোগ্য ছিলাম। আমাদের প্রচুর সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যক্রমে তারা একটি সেট-পিস থেকে স্কোর করে। তাদের আর কিছুই ছিল না, আমরা তাদের কোনো সম্ভাবনাই গড়তে দেয়নি।

প্রথমার্ধের ব্যর্থতায় পরও নিজেদের উদ্দীপ্ত রাখতে চেষ্টা করেছেন এ কোচ, 'কিন্তু প্রথমার্ধ শেষে যে স্কোর হয় তা হতাশাজনক। আমাদের শান্ত থাকতে হয়েছিল এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে খুব কৌশলগত লড়াই হয়েছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম।'

তবে ম্যাচের এ ফলাফল মেনে নিয়েই এগিয়ে যাওয়ার কথা বলেন টুখেল, 'আরও একটি কঠিন অ্যাওয়ে ম্যাচের আগে আমাদের সব ঠিকঠাক করতে হাতে অল্প  কয়েক দিন আছে। আমাদের ১-১ দিয়ে বাঁচতে হবে। গোলটি যথেষ্ট প্রাপ্য ছিল এবং আমাদের কমপক্ষে আরও একটি গোল করা উচিত ছিল।'

Comments

The Daily Star  | English

Israeli army urges Tehran residents to avoid military sites

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago