বেপরোয়াভাবে চললে সংক্রমণ আবারও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
বেপরোয়াভাবে চললে দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে করোনা হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
তিনি বলেন, ‘গত কয়েকদিন যাবৎ রোগী কমে আসছে। ঢাকা শহরের সরকারি-বেসরকারি সব হাসপাতাল মিলে প্রায় অর্ধেক বেড এখন খালি আছে। অর্থাৎ রোগীর সংখ্যা কমে গেছে। এর পেছনে অনেক কিছু কাজ করেছে। জনগণের সচেতনতা কাজ করেছে, লোকে এখন মাস্ক বেশি পরে। পাশাপাশি লকডাউনের কারণে যাতায়াত কম হচ্ছে, সবমিলিয়ে এটা (সংক্রমণ) কমেছে। কিন্তু, বাড়তে সময় লাগে না। আবার আমরা যদি বেপযোয়াবাবে চলি, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, মাস্ক না পরি, তাহলে আবারও এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
ভ্যাকসিন বিষয়ে তিনি বলেন, ‘ভ্যাকসিন পেতে আমরা ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। চীনের সঙ্গেও আমরা চিঠি আদান-প্রদান করেছি। অল্প সয়েশর মধ্যেই চীনের সিনোফার্মের সঙ্গেও আমরা হয়তোবা চুক্তিবদ্ধ হতে পারব। এখনো আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি। আশা করছি অল্প সময়ে পৌঁছাব। ভারতের সঙ্গেও আমাদের কথা-বার্তা চলছে, যাতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমরা যত তাড়াতাড়ি পাই। সেই বিষয়ে প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন, বেক্সিমকো তাগিদ দিচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যতটুকু তাগিদ দেওয়া সম্ভব, আমরা সেটা দিয়ে যাচ্ছি।’
Comments