দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড অপরিবর্তিত

দুই টেস্টের শ্রীলঙ্কা সফরে ২১ জনের বহর নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তাদের মধ্য থেকে ১৫ জনকে নিয়ে ঘোষণা করেছিল প্রথম টেস্টের দল। সেই দলে চার পেসারের সঙ্গে রাখা হয়েছিল দুই স্পিনার। একই দল থাকল দ্বিতীয় ম্যাচেও।
Taskin Ahmed
ছবি: এসএলসি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য  স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াডটাই রেখে দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টেও।

দুই টেস্টের শ্রীলঙ্কা সফরে ২১ জনের বহর নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তাদের মধ্য থেকে ১৫ জনকে নিয়ে ঘোষণা করেছিল প্রথম টেস্টের দল। সেই দলে চার পেসারের সঙ্গে রাখা হয়েছিল দুই স্পিনার। একই দল থাকল দ্বিতীয় ম্যাচেও।   

বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। তার আগে আজ (বুধবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানান, এই টেস্টের উইকেটও হতে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য খুব ভালো।

তবে শ্রীলঙ্কা তাদের স্কোয়াডে বাড়িয়েছে স্পিন শক্তি। এমনকি দ্বিতীয় টেস্টের একাদশেও একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর কথা জানিয়ে দিয়েছে তারা। কিন্তু বাংলাদেশ দুই স্পিনার নিয়েই মাঠে নামতে হবে। কারণ অফ স্পিনার নাঈম হাসান আর স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমকে যে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। 

একাদশে বদলে একমাত্র সম্ভাবনা পেসার একজন কমানো। সেক্ষেত্রে বাড়তে পারে একজন ব্যাটসম্যান সংখ্যা। 

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:  মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি, শরিফুল ইসলাম।

Comments