গৃহহীনদের ঘর বরাদ্দে টাকা নেওয়ার অভিযোগে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

মুজিববর্ষে গৃহহীনদের জন্য ঘর বরাদ্দের নামে দরিদ্র ভূমিহীন পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নু ও তার স্ত্রী মেরিনা আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রকল্পের ঘর বরাদ্দের নামে টাকা নেওয়ার অভিযোগ এনে সাঁথিয়া উপজেলার পিআইও আব্দুল্লাহ আল জাবির মঙ্গলবার আবু দাউদ নান্নু ও তার স্ত্রী মেরিনা আক্তারকে আসামি করে মামলা করেন।'
পুলিশ ঘটনার তদন্ত করছে। মামলার পর থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি।
এর আগে, করমজা গ্রামের ফজর আলীর স্ত্রী মমতাজ বেগম সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়ে জানান, ঘর বরাদ্দের নামে আওয়ামী লীগ নেতা নান্নুর স্ত্রী মেরিনা আক্তার তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। ঘর পাওয়ার পর আবারও অতিরিক্ত টাকার জন্য তাদের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়।'
'তদন্ত কমিটির সুপারিশ পাওয়ার পর এ ঘটনায় মামলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে,' বলেন তিনি।
Comments