ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের সালথায় ঘরে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরীর দাদী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছয় বছর আগে ওর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর মা ওকে আমার কাছে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়।’
তিনি বলেন, ‘আমার নাতনী মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় এবং পরে সম্পর্ক হয়। বিষয়টি জানার পর ওই ব্যক্তির দুই স্ত্রী ও দুই সন্তান তাকে ভয়ভীতি দেখায় এবং এলাকার লোকজনকে ঘটনাটি জানিয়ে দেয়। এতে অপমানিত হয়ে সে আত্মহননের পথ বেছে নেয়।’
‘সামাজিকভাবে অপদস্থ করে যারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমি তাদের উপযুক্ত শাস্তি চাই’, বলেন তিনি।
Comments