হায়দারাবাদকে হারিয়ে ফের শীর্ষে চেন্নাই
মানিস পান্ডে ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে লড়াকু সংগ্রহই পেয়েছিল সানরাইজার্স হায়দারাবাদ। তবে রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসির ব্যাটে সে লক্ষ্যই হয়ে গেল মামুলী। হায়দারাবাদকে হারের বৃত্তেই রাখতে বেগ পেতে হয়নি চেন্নাই সুপার কিংসকে।
বুধবার দিল্লিতে হায়দারাবাদকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তোলে হায়দারাবাদ। জবাবে ৯ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় এমএস ধোনির দল।
৬ ম্যাচ শেষে ৫টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো চেন্নাই। অপর দিকে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় তলানিতেই থাকলো হায়দারাবাদ।
লক্ষ্য তাড়ায় গায়কোয়াড় ও দু প্লেসির ব্যাটে উড়ন্ত সূচনা পায় চেন্নাই। ওপেনিং জুটিতেই আসে ১২৯ রান। এরপর ১৯ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটসম্যানসহ ইনফর্ম মইন আলীকে হারায় দলটি। তবে তাতে কোনো সমস্যা হয়নি তাদের। বাকী কাজ রবিন্দ্র জাদেজাকে নিয়ে সহজেই শেষ করেন সুরেশ রায়না।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন গায়োকোয়াড় ৪৪ বলে ১২টি চারের সাহায্যে এ রান করেন এ ওপেনার। দু প্লেসি খেলেন ৫৬ রানের ইনিংস। ৩৮ বলের ইনিংসটি ৬টি ভার ও ১টি ছক্কায় সাজান এ প্রোটিয়া তারকা।
হায়দারাবাদের পক্ষে ৩৬ রানের খরচায় ৩টি উইকেট পান রশিদ খান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ইংলিশ তারকা জনি বেয়ারস্টোকে হারায় হায়দারাবাদ। তবে মানিস পান্ডের সঙ্গে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দলটি। দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১০৬ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।
এরপর ৬ রানের ব্যবধানে এ দুই ব্যাটসম্যান ফিরে গেলে চতুর্থ উইকেটে মাত্র ১৩ বলে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন কেন উইলিয়ামসন ও কেদা যাদব।
দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন মানিস। ৪৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫৭ রান আসে অধিনায়ক ওয়ার্নারের ব্যাট থেকে। ৫৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। ১০ বল ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করেন উইলিয়ামসন। ৪ বলে ১টি চার ও ছক্কায় ১২ রান করেন কেদার।
চেন্নাইর পক্ষে ৩৫ রানের খরায় ২টি উইকেট পান লুঙ্গি এনগিডি।
Comments