দেশে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন
করোনা মহামারিতে বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্যে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।’
এর আগে গতকাল রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের প্রস্তাব অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন: দেশে চীন ও রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন
Comments