ফিরতি লেগেও ম্যানসিটি খেলোয়াড়দের একই মনোভাব চান গার্দিওলা

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পিএসজি। তাতে মনে হয়েছিল প্রতিপক্ষের মাঠে কঠিন সংগ্রামই করতে হবে সিটিজেনদের। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচ গুছিয়ে উল্টো ফরাসি ক্লাবটিকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। দারুণ আগ্রাসী ফুটবল উপহার দিয়ে গোল আদায় করে নেয় আরও দুইটি। শিষ্যদের এমন মনোভাবে দারুণ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিরতি লেগেও তাদের কাছ থেকে এমন মনোভাবই প্রত্যাশা করছেন এ কাতালান কোচ।
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পিএসজি। তাতে মনে হয়েছিল প্রতিপক্ষের মাঠে কঠিন সংগ্রামই করতে হবে সিটিজেনদের। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচ গুছিয়ে উল্টো ফরাসি ক্লাবটিকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। দারুণ আগ্রাসী ফুটবল উপহার দিয়ে গোল আদায় করে নেয় আরও দুইটি। শিষ্যদের এমন মনোভাবে দারুণ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিরতি লেগেও তাদের কাছ থেকে এমন মনোভাবই প্রত্যাশা করছেন এ কাতালান কোচ।

বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে পিএসজিকে হারিয়ে দিয়েছে ম্যানসিটি। মার্কুইনহোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেভিন ডি ব্রুইন। আর জয়সূচক গোলটি আসে রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে।

আর তাতেই প্রথম বারের মতো ফাইনালের স্বপ্ন জোরালো হয়েছে সিটিজেনদের। অথচ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনাল খেলছে দলটি। আর গার্দিওলার অধীনে প্রথমবার। দলের অনেক খেলোয়াড়ের জন্যও চ্যাম্পিয়ন্স লিগে এটা প্রথম সেমি-ফাইনাল। আর এ কারণেই খেলোয়াড়দের মধ্যে বাড়তি অনুপ্রেরণা কাজ করেছে বলে মনে করেন গার্দিওলা, 'অনেকের জন্য, এটাই আমাদের প্রথমবারের মতো সেমিফাইনাল। তারা এখানে ভালো করতে চায়। প্রথমার্ধের শেষ ১০ মিনিট ভালো ছিল এবং দ্বিতীয়ার্ধটি প্রতিটি বিভাগেই আমরা দুর্দান্ত ছিলাম।'

প্রতিপক্ষের মাঠ থেকে দুটি অ্যাওয়ে গোল তুলে আনায় স্বাভাবিকভাবেই এগিয়ে আছে তারা। তাতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে জানালেন গার্দিওলা। দ্বিতীয় লেগের ম্যাচ ঘরের মাঠে খেললেও কাজটা সহজ হবে না বলে জানান তিনি, 'আমরা দুটি অ্যাওয়ে গোল করেছি, এটি অনেক গুরুত্বপূর্ণ। এই ছয় দিন আমাদের অনেক কঠিন কাজ করতে হবে। অনেক সময় আপনার নিজের আরও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য সময় প্রয়োজন।'

তবে এদিন নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ সামলে যে ধরণের আগ্রাসী ফুটবল খেলেছে দলটি তাতে বেজায় খুশি সিটি কোচ, 'আমরা যেভাবে চাপ সামলে গতি পরিবর্তন করেছি, তাতে আমরা আরও আক্রমণাত্মক ছিলাম। নেইমার, এমবাপে এবং দি মারিয়ার বিপক্ষে এমনটা করা সহজ নয়।'

এমনকি ইউরোপের সর্বোচ্চ আসরের এ পর্যায়ে নিজেরা তেমন অভিজ্ঞও নয়। তারপরও এমন জয়ে দলটি উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান গার্দিওলা, 'এই প্রতিযোগিতার শেষ দিকের এই পর্যায়ে ক্লাবটির খুব বেশি অভিজ্ঞতা নেই, বিশেষত সেমিফাইনালে। তবে আমি মনে করি এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে যখন আমরা নিজেদের মধ্যে থাকি তখন যে কিছু ঘটতে পারে। দ্বিতীয়ার্ধে, আমরা অবিশ্বাস্যরকম আক্রমণাত্মক ছিলাম এবং আমরা সত্যিই দুর্দান্ত খেলেছি।'

আর এই একই মনোভাব নিয়ে এবার দ্বিতীয় লেগেও নেইমার-এমবাপেদের মোকাবেলা করতে চান সিটি কোচ, 'আমি যা চাই তা হলো ফিরতি লেগেও নিজেদের মধ্যে থাকা। আমরা একটি নির্দিষ্ট উপায়ে ভালো খেলছি এবং আমরা এটি অন্যভাবে করতে পারি না। আশা করি আমরা সঠিক পথটি খুঁজে পাব এবং এটি করার সঠিক সিদ্ধান্ত খুঁজে পেতে পারি।'

Comments