উইকেটবিহীন আরেক সেশন, টানা দ্বিতীয় সেঞ্চুরি করুনারত্নের
নিয়ন্ত্রিত বল করে প্রথম সেশনে তৈরি করা গিয়েছিল তুমুল চাপ। সেই চাপে উইকেট নেওয়ারও কাছে গিয়েছিল বাংলাদেশ। ক্যাচ ফসকে তা হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় সেশনে একদম নির্ভার দেখালো শ্রীলঙ্কার ওপেনারদের। বাংলাদেশের কোন বোলারই এই সেশনে আর সমস্যায় ফেলতে পারেননি তাদের। সময় বাড়ার সঙ্গে দ্রুত রান আনতে থাকেন তারা। মন্থর শুরুর পর সব পুষিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। সেঞ্চুরির পথে আছেন লাহিরু থিরিমান্নেও।
বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বিনা উইকেটে ১৮৮ রান তুলেছে স্বাগতিকরা। পাল্লেকেলের উইকেট এবারও কথা বলছে ব্যাটসম্যানদের হয়ে। প্রথম সেশনে ২৭ ওভারে এসেছিল কেবল ৬৬ রান। দ্বিতীয় সেশনে ৩২ ওভারে এসেছে ১২২ রান। অর্থাৎ ওভারপ্রতি রান আসছে প্রায় চার করে।
দ্বাদশ সেঞ্চুরি তুলে ১০৬ রানে অপরাজিত আছেন করুনারত্নে, থিরিমান্নে ব্যাট করছেন ৮০ রান নিয়ে।
প্রথম সেশনে কঠিন সময় পার করে দেওয়ার পর আত্মবিশ্বাসে আরও বেড়ে যায় শ্রীলঙ্কান ওপেনারদের। লাঞ্চের পর নেমে তারা খেলতে থাকেন সাবলীলভাবে। রানও আসতে থাকে অনায়াসে।
পেসারদের সামলে দেওয়ার পর মেহেদী হাসান মিরাজকেও কোন সমস্যা ছাড়াই খেলে যাচ্ছিলেন করুনারত্নে-থিরিমান্নে। লঙ্কান দুই ওপেনারই বাঁহাতি দেখে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বল দিতেই যেন ভুলে গেল বাংলাদেশ।
৩৭ ওভার পেরিয়ে যাওয়ার পর প্রথম বল হাতে পান তাইজুল। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। তার বলও থেকেছে নির্বিষ।
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ছুটে চলা করুনারত্নের। প্রথম সেশনে তুলেছিলেন ৩২ রান। দ্বিতীয় সেশনে রানের গতিও বাড়ে তার। ১৬৫ বলে পৌঁছান দ্বাদশ সেঞ্চুরিতে। অথচ ২৮ রানে তাসকিন আহমেদের বলে ফিরতে পারতেন তিনি। তাসকিনের বেরিয়ে যাওয়া এজ হয়ে বল গিয়েছিল স্লিপে। তা হাতে জমাতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
টেস্টে এই প্রথম টানা দুই ইনিংসে তিন অঙ্কের ঘরে গেলেন তিনি। চা-বিরতির আগে সেঞ্চুরিতে পৌঁছাতে না পারলেও থিরিমান্নের জন্য তিন অঙ্কে যাওয়া কেবল সময়ের ব্যাপার।
সংক্ষিপ্ত স্কোর
(প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৮ ওভারে ১৮৮/০ (করুনারত্নে ব্যাটিং ১০৬, থিরিমান্নে ব্যাটিং ৮০*; রাহি ০/৩১, তাসকিন ০/৪৯, মিরাজ ০/৪৬, শরিফুল ০/৩২, তাইজুল ০/৩০)
Comments