৪০ দিন পর ১০ শতাংশের নিচে নামল করোনা শনাক্তের হার

৪০ দিন পর দেশে করোনা রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামল। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে ৯ দশমিক ৩৯ ছিল।
ফাইল ছবি

৪০ দিন পর দেশে করোনা রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামল। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে ৯ দশমিক ৩৯ ছিল।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই করোনা শনাক্তের হার বাড়তে শুরু করছিল। শনাক্তের হার সর্বোচ্চে ওঠে এপ্রিলের ১ তারিখ। সেদিন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশ। এরপর টানা দুই সপ্তাহের বেশি উচ্চহারে শনাক্তের পর ১৭ এপ্রিল থেকে কমতে শুরু করে।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৩৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৫ জন।

আরও পড়ুন:

আজ মৃত্যু ৮৮ শনাক্ত ২৩৪১

২৪ ঘণ্টায় মৃত্যু ৭৭ শনাক্ত ২৯৫৫

আজ মৃত্যু ৭৮ শনাক্ত ৩০৩১

আজ মৃত্যু ৯৭ শনাক্ত ৩৩০৬

মৃত্যু আবার বেড়ে ১০১, শনাক্ত ২৯২২

আজ মৃত্যু ৮৩, শনাক্ত ২৬৯৭

২৪ ঘণ্টায় মৃত্যু ৮৮, শনাক্ত ৩৬২৯

আজ মৃত্যু ৯৮, শনাক্ত ৪০১৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৯৫, শনাক্ত ৪২৮০

আজ মৃত্যু ৯১, শনাক্ত ৪৫৫৯

মৃত্যুর নতুন রেকর্ড, আজ ১১২ জন

আজ মৃত্যু সর্বোচ্চ ১০২

আজও মৃত্যু ১০১

একদিনে মৃত্যু শতক ছাড়াল, আজ ১০১ জন

আজ মৃত্যু ৯৪ শনাক্তের হার ২১ শতাংশ

একদিনে ৯৬ জন মারা যাওয়ার রেকর্ড

২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮

সব রেকর্ড ভেঙে আজ মৃত্যু ৮৩, শনাক্ত ৭২০১

আজ মারা গেলেন আরও ৭৮ জন, শনাক্ত ৫৮১৯

আজ ৭৭ জন, মৃত্যুর সংখ্যা বাড়ছেই

আজ শনাক্ত ৭৪৬২ মৃত্যু ৬৩

আজ মৃত্যু সর্বোচ্চ ৭৪ শনাক্ত ৬৮৫৪

রেকর্ড ভেঙে নতুন রেকর্ড: আজ শনাক্ত ৭৬২৬ মৃত্যু ৬৩

আজ রেকর্ড শনাক্ত ৭২১৩, মৃত্যুও সর্বোচ্চ ৬৬

আজও শনাক্ত ৭ হাজারের বেশি, মৃত্যু ৫২

একদিনে শনাক্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৫৩

আজ শনাক্তের হার ২৩.১৫ শতাংশ মৃত্যু ৫৮

আজও সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০ মৃত্যু ৫০

আজও রেকর্ড শনাক্ত ৬৪৬৯, মৃত্যু ৫৯

একদিনে দেশে রেকর্ড শনাক্ত ৫৩৫৮ মৃত্যু ৫২

আজও শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫

একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১ মৃত্যু ৪৫

একদিনে শনাক্তের হার ১৭.৬৫ গতকালের চেয়ে ২.৭৫ শতাংশ বেশি, মৃত্যু ৩৫

সাড়ে তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৯ শনাক্তের হার ১৪.৯০

আজ টানা চতুর্থ দিন শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি, মৃত্যু ৩৩

তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৪ শনাক্তের হার ১৩.২৬

প্রায় ৯ মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫

সাড়ে ৮ মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত ৩৫৫৪, মৃত্যু ১৮

২৪ ঘণ্টায় ৭ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ২

Comments

The Daily Star  | English
Outcomes of Cop28

The consensus and clashes COP28 brought up

It is almost certain that in the end, some progress would be made on some of the contentious issues, but a decision to act on key areas will most likely be kicked down the road once again.

1h ago