রাজশাহীতে বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলে গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় বাবার করা হত্যাচেষ্টা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, এই মামলায় জামিনে আছেন বাদীর স্ত্রী ও কন্যা।
বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জেরে ছেলে কামরুল, স্ত্রী কোহিনুর বেগম এবং মেয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন পৌরমেয়র আব্দুল মালেক।’
তিনি আরও বলেন, ‘ওই মামলায় গতকাল বুধবার রাতে ভবানীগঞ্জে বঙ্গবন্ধু কমপ্লেক্স এলাকা থেকে মেয়রের ছেলে কামরুলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামি স্ত্রী ও কন্যাকে মামলার দিন গ্রেপ্তার করা হলেও কামরুল এতদিন পলাতক ছিলেন। স্ত্রী ও কন্যাকে জামিনে আছেন।
মামলার বিষয়ে পৌরমেয়র আব্দুল মালেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
থানা সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জেরে ছেলে কামরুল ও প্রথম স্ত্রী কোহিনুর বেগমের হামলার শিকার হন বলে অভিযোগ করেন পৌরমেয়র আব্দুল মালেক। এ ঘটনার পর তিনি কিছুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Comments