ছাত্র অধিকার পরিষদের নেতা আকরামের ২ দিনের রিমান্ড
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামিকে ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার আকরামকে এই মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব-ইনসপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম খান। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের তথ্য সংগ্রহে আসামিকে রিমান্ডে নেওয়া দরকার।
অন্যদিকে, আদালতে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিলসহ জামিনের আবেদন জমা দিয়ে বলেন, তার মক্কেল এ ঘটনার সঙ্গে জড়িত নন।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তকে এই মামলায় রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ ঢাকার বিজয়নগর এলাকা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে একটি মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ লাঠি চার্জ করলে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।
এসময় ঘটনাস্থল থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু, বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা জোর করে আজাদকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে, একই দিনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ শাহবাগ থানায় মামলাটি দায়ের করে।
আরও পড়ুন:
Comments