ক্রিকেট

হাসান-আফ্রিদির তোপে দুই সেশনেই অলআউট জিম্বাবুয়ে

অসাধারণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন হাসান আলী। বিশ্রাম থেকে ফিরে ছন্দে ধারা রাখেন শাহিন শাহ আফ্রিদিও। তাতে দুই সেশনেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। সবমিলিয়ে প্রথম দিনটা শুধুই সফরকারী দলটির।
ছবি: টুইটার

অসাধারণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন হাসান আলী। বিশ্রাম থেকে ফিরে ছন্দে ধারা রাখেন শাহিন শাহ আফ্রিদিও। তাতে দুই সেশনেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। সবমিলিয়ে প্রথম দিনটা শুধুই সফরকারী দলটির।

হারারেতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৭৬ রানেই অলআউট করে দিয়েছে পাকিস্তান। আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৩ রান তুলে দিন শেষ করেছে দলটি। তবে এখনও ৭৩ রানে পিছিয়ে আছে তারা।

ঘরের মাঠে বৃহস্পতিবার টসটা জিতেছিল জিম্বাবুয়েই। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ব্রান্ডন টেইলর। কিন্তু তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন পাকিস্তানী পেসাররা। শুরুতেই তোপ দাগান হাসান আলী। স্কোরবোর্ডে কোনো রান না উঠতেই কেভিন কাসুজাকে বোল্ড করেন তিনি। আরেক ওপেনার প্রিন্স মাসভাউরেকে ফেরান শাহিন। এরপর পেসারদের পার্টিতে যোগ দেন স্পিনার নুমান আলীও। টারিসাই মুসাকান্দাকে বদল করে দেন তিনি। পরের ওভারে অধিনায়ক টেইলরকে ফেরান হাসান। ফলে ৩০ রানে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বড় চাপে পরে যায় স্বাগতিকরা।

তবে পঞ্চম উইকেটে রয় কাইয়াকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন ডোনাল্ড টিরিপানো। গড়েন ৫৯ রানের জুটি। এ জুটি ভাঙেন হাসান। এরপর মিল্টন শুভাম্বাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে ফের চেষ্টা করেছিলেন টিরিপানো। কিন্তু এ জুটি ভাঙার পর ফের উইকেট হারানোর মিছিলে যোগ দেয় স্বাগতিক ব্যাটসম্যানরা। মূলত লেজ ছাঁটাইর কাজ করেন শাহিন। ফলে নিজেদের প্রথম ইনিংসে ১৭৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে কাইয়ার ব্যাট থেকে। ৯৪ বলে ৭টি চারের সাহায্যে এ রান করে দলটি। ৪৭ বলে ৪টি চারের সাহায্যে ২৮ রান করে অপরাজিত থাকেন টিরিপানো। ২৭ রান আসে শুভাম্বার ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪৩ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন শাহিন। তবে ৫৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন হাসানই।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরান বাট ও আবিদ আলীর সৌজন্যে দারুণ সূচনা পেয়েছে পাকিস্তান। প্রথম দিনই নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আবিদ। ৯৫ বলে ১০টি চারের সাহায্যে ৫৬ রান তুলে অপরাজিত আছেন তিনি। ৮৮ বলে ৪টি চারের সাহায্যে ৪৩ রান করে অপরাজিত আছেন ইমরান।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago