ফরিদপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে, তাকে নামিয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. সরোয়ার খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়ে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ থানায় আনা হয়। আজ ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments