হালদা নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে প্রায় দশ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত নদীর পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ফেলে রাখা এসব জাল জব্দ করেন।
রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এপ্রিল এবং মে মাস হলো মাছের প্রজনন সময়। এসময় মাছ ডিম দিতে ঘন ঘন জলাশয়ে যায়। কিন্তু, মাছ শিকারিরা নদীতে জাল ফেলে এসব মাছ শিকারের সুযোগ নেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নদীর বিভিন্ন জায়গা থেকে দশ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করেছি এবং তা ধ্বংস করেছি।’
Comments