গুজরাটের হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু

ভারতের গুজরাটের ভারুচে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন করোনা রোগী মারা গেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতের গুজরাটের ভারুচে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন করোনা রোগী মারা গেছেন।

হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার এনডিটিভি জানায়, আজ ভোররাত ১টার দিকে ওয়েলফেয়ার হাসপাতালের চারতলার কোভিড-১৯ ওয়ার্ডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সে সময় ওয়ার্ডে আরও প্রায় ৫০ জন রোগী ছিলেন। দমকল বাহিনীর সদস্য এবং স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার পরপরেই আমরা ১২ জন মৃত্যুর সংবাদ পাই। সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুর সংখ্যা ১৮ জনে দাঁড়ায়।’

ভারুচের সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজেন্দ্রসিংহ ছুদাসামা জানান, আগুন এবং ধোঁয়ায় কোভিড-১৯ ওয়ার্ডের ১২ রোগী মারা গেছেন।

বাকি ছয় জন হাসপাতালে মারা গেছেন নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় মারা গেছেন তা স্পষ্ট না।

একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত এই কোভিড-১৯ হাসপাতালটি আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভারুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এক দমকল কর্মকর্তা জানান, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments