ডেইলি স্টারের জামালপুর সংবাদদাতা আমিনুল ইসলাম মারা গেছেন

জামালপুরের দ্য ডেইলি স্টার’র নিজস্ব সংবাদদাতা আমিনুল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫১ বছর। আজ শনিবার ভোররাত ৫টার দিকে দিল্লির ধর্মশিলা নারায়াণা সুপারস্পেশালিটি হসাপাতালে তার মৃত্যু হয়।
আমিনুল ইসলামের ছোট ভাই আনিসুর রহমান বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত বছরের ২৬ ডিসেম্বর চিকিৎসা নিতে তিনি ভারতে যান।
আনিসুর রহমান বলেন, ‘ভাই দীর্ঘ দিন থেকে অসুস্থ। কিডনি রোগের চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন। গত ২৬ এপ্রিল তার কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তার আগেই তিনি করোনায় আক্রান্ত হন। কিডনি ডোনার এবং ভাবী শান্তা ইসলামও করোনায় আক্রান্ত। যে কারণে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।’
‘কয়েকদিন আগে ভাইয়ের স্ট্রোক হয়। তারপর থেকে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দেশে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। স্বজনদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’— বলেন আনিসুর রহমান।
আমিনুল ইসলামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরবন্দ গ্রামে। তার বাবার নাম মো. নূরুল ইসলাম। মায়ের নাম সাহারা বেগম। সাত ভাইয়ের মধ্যে আমিনুল ইসলাম দ্বিতীয়।
Comments