ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই হারই এখন বাংলাদেশের অনুপ্রেরণা

উইকেট ইতোমধ্যে স্পিনারদের জন্য আদর্শ হয়ে পড়ায় কাজটা হবে দুরূহ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই হারকে।
bangladesh vs sri lanka
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

ম্যাচের বাকি এখনও দুই দিন। ৮ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কা এরই মধ্যে এগিয়ে গেছে ২৫৯ রানে। তাই বাস্তবতা বলছে, দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশকে। উইকেট ইতোমধ্যে স্পিনারদের জন্য আদর্শ হয়ে পড়ায় কাজটা হবে দুরূহ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই হারকে।

গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম টেস্টে ইতিহাস গড়েছিল সফরকারী ক্যারিবিয়ানরা। ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে শেষ দিনে তারা তুলে নিয়েছিল ৩ উইকেটের স্মরণীয় জয়। ওই হারের অভিজ্ঞতাকে এবার নিজেদের কাজে লাগাতে চান ডমিঙ্গো। শনিবার পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কয়েক সপ্তাহ আগেই অবিশ্বাস্য একটি টেস্ট ম্যাচের অংশ ছিলাম। যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল।’

বাংলাদেশের জন্য এদিনটি ছিল আক্ষেপ আর হতাশায় মোড়ানো। সকালে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান তুলে তড়িঘড়ি করে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর সুবিধাজনক অবস্থানে থেকেও বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মোটে ২৫১ রানে। সুযোগ থাকলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ফের ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭ রান করেছে লঙ্কানরা। তাদের উদ্দেশ্যে পরিষ্কার। টার্নিং পিচে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে নামিয়ে ধরাশায়ী করতে চায়।

বাংলাদেশের উদ্বোধনী জুটিতেই এসেছিল ৯৮ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে টানছিলেন তামিম ইকবাল। কিন্তু ধীরে ধীরে স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে ওঠে উইকেট। অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমে একাই নেন ৬ উইকেট। ফলে ৩৭ রানেই শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

ম্যাচের লাটাই যে লঙ্কানদের হাতে, তা অস্বীকার করেননি ডমিঙ্গোও। ঘুরে দাঁড়াতে চতুর্থ দিন সকালে দ্রুত কিছু উইকেট আদায়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, ‘আমরা জানি, আমরা এখনও অনেক পিছিয়ে আছি এই ম্যাচে। আমরা অনেক চাপে আছি। শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করছে এই মুহূর্তে। কিন্তু আমরা আগামীকাল (রবিবার) সকালে দ্রুত ২-৩ উইকেট নিয়ে নিতে পারলে ওদের ড্রেসিংরুমে একটু আশঙ্কা জাগাতে পারব।’

সব চেষ্টা বিফল করে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যদি বড় লিড নিয়ে নেয়, সেক্ষেত্রে আগে থেকে ভেঙে না পড়ে দলের ব্যাটসম্যানদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ ডমিঙ্গো, ‘আগে থেকে বলা যায় না, আমাদের কেউ হয়তো দারুণ কোনো ইনিংস খেলতে পারে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

8h ago