দেশে নতুন দরিদ্র ২ কোটি ৪৫ লাখ, দায় কার?
করোনা মহামারির কারণে দেশে নতুন করে দরিদ্র হয়েছেন ২ কোটি ৪৫ লাখ মানুষ। বেসরকারি সংস্থা পিপিআরসি ও ব্র্যাকের গবেষণায় বলা হয়েছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে নতুন দরিদ্রের সংখ্যা বেশি।
এর কারণ কী? এই অবস্থা থেকে উত্তরণ কীভাবে সম্ভব? সরকারের কি কোনো উদ্যোগ আছে, নতুন করে দরিদ্র হওয়া এই মানুষদের পাশে দাঁড়ানোর?
Straight From Star Newsroom-এ আজ জানব এইসব প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ।
Comments