সব চোখ নন্দীগ্রামে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সকাল থেকে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে থাকলেও ১৬তম রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টা এ তথ্য জানিয়েছে।
১১ রাউন্ড ভোট গণনার ফলাফল আসার আগ পর্যন্ত প্রায় আট হাজার ভোটে পিছিয়ে ছিলেন মমতা। ১১ রাউন্ডের ফলাফলে তিনি এগিয়ে যান তিন হাজার ৩২৭ ভোটে।
১৫তম রাউন্ডের মতো ১৬ রাউন্ডেও এগিয়েই আছেন মমতা। শুভেন্দুর চেয়ে ৮২০ ভোটে এগিয়ে তিনি। আরও এক রাউন্ড গণনা এখনও বাকী।
এপিবি আনন্দের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ২০৯টি আসনে ও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০৪টি আসনে ও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে
পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে
পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে
পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে
Comments