এবার মালেশিয়ায় করোনার ভারতীয় স্ট্রেইন
এবার মালেশিয়ায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভারতীয় ধরন। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আধাম বাবা জানান, ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর দেশটিতে এক জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর বরাতে রয়টার্স জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের দেহে এটি শনাক্ত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি। সংক্রমণ ঠেকাতে ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত জনস্বাস্থ্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তবে ভ্যারিয়েন্টটি কবে শনাক্ত হয়েছিল তা তিনি জানাননি।
গত বুধবার ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর।
গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চালু করে। মালয়েশিয়া সরকার আগামী এক বছরের মধ্যে তিন কোটি ২০ লাখ জনগণের ৮০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ৩ হাজার ৪১৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা চার লাখ ১৫ হাজারের বেশি। এর মধ্যে দেড় হাজারের বেশি রোগী মারা গেছেন।
আরও পড়ুন:
Comments