অক্সিজেন সরবরাহ সংক্রান্ত অবকাঠামোতে আর্থিক সহায়তা দেবেন কোহলিরা

kohli blue
ছবি: টুইটার

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত স্বাস্থ্যসেবার অবকাঠামোতে আর্থিক সাহায্য করতে যাচ্ছে। পাশাপাশি খেলোয়াড়দের নীল রঙের বিশেষ জার্সি নিলামে তুলে তা থেকে প্রাপ্ত অর্থও অসহায় মানুষের জন্য ব্যয় করতে যাচ্ছে তারা।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। রবিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সেখানে শনাক্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন। মারা গেছেন দুই লাখ ১৫ হাজার ৫৪২ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জন।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বেঙ্গালুরু। সেখানে দলটির অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন করোনাভাইরাস বিরুদ্ধে যুদ্ধে তাদের ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনার কথা, ‘কোভিড ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমাদের দেশে যা ঘটছে, তা ভীষণ উদ্বেগজনক। আমাদের ফ্র্যাঞ্চাইজ়ি গত সপ্তাহ জুড়ে এই মর্মে বৈঠক করেছে যে, এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা কীভাবে তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে পারি এবং সম্মুখ সারির করোনা যোদ্ধাদের সাহায্য় করতে পারি।’

অক্সিজেন সরাবরাহে সহায়তা করার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আরসিবি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো শনাক্ত করেছে, যেখানে অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত স্বাস্থ্যসেবার অবকাঠামোতে তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন। আর এই কাজের জন্য আমরা আর্থিক সহায়তা করব।’

সম্মুখ সারির করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ নীল রঙের বিশেষ জার্সি তারা গায়ে চাপাবেন বলে উল্লেখ করেছেন কোহলি। পরে সেগুলো তোলা হবে নিলামে, ‘আসন্ন ম্যাচগুলোর একটিতে আরসিবি নীল রঙের বিশেষ জার্সি পরে খেলতে যাচ্ছে। আমাদের সম্মুখ সারির স্বাস্থ্য সেবাদাতারা, যারা পিপিই পরে এবং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গত বছরের বেশিরভাগ সময় কাটিয়েছেন, তাদের প্রতি সম্মান ও তাদের সঙ্গে সংহতি জানাতে আমাদের পোশাকের গায়ে সচেতনতামূলক বার্তা থাকবে।’

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

1h ago