বিজেপিকে হারানোয় মমতাকে রাহুলের অভিনন্দন
এখনো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। তবে, নিশ্চিতভাবে জয়ের পথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য অনুযায়ী ২১৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল।
তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে এজন্য অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আজ রাতে রাহুল টুইট করেন, ‘বিজেপিকে দৃঢ়ভাবে পরাজিত করায় মমতাজি এবং পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’
I’m happy to congratulate Mamata ji and the people of West Bengal for soundly defeating the BJP.
— Rahul Gandhi (@RahulGandhi) May 2, 2021
Comments