নায়ক আলমগীর করোনামুক্ত, ১৭ দিন পর বাসায় ফিরলেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নায়ক আলমগীর। তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করে গতকাল নেগেটিভ হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বুধবার বিকাল ৪টায় বাসায় ফিরেছেন এই অভিনেতা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর।
তিনি বলেন, ‘বাবা আজ বিকাল ৪টায় বাসায় ফিরেছেন। শরীর কিছুটা দুর্বল, তবে ভালো আছেন তিনি। ডাক্তার বলেছেন, বাসায় সচেতন হয়ে থাকতে, বাইরে বেশি যাওয়া যাবে না। বিশ্রামে থাকতে হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন।’
করোনা আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রযোজনা ও পরিচালনা করেছেন বেশ কয়েকটি সিনেমা।
অভিনয় করে নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।
Comments