ভারত ছাড়লেন ইংল্যান্ডের ৮ ক্রিকেটার, অপেক্ষায় মরগ্যান
আইপিএল স্থগিত হওয়ায় নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যে ইংল্যান্ডের আট ক্রিকেটার ভারত ছেড়ে পা রেখেছেন লন্ডনে।
তবে তাদের সঙ্গী হতে পারেননি বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ওয়েন মরগ্যান। তিনিসহ মোট তিনজন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চেপে বসবেন ইংল্যান্ডগামী বিমানে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, ইংল্যান্ডে ফিরেছেন জনি বেয়ারস্টো, মঈন আলি, জস বাটলার, ক্রিস ওকস, জেসন রয়, স্যাম কারান, টম কারান ও স্যাম বিলিংস।
ইংলিশ সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে এই ক্রিকেটারদের। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এলে ১০ দিন পর বাড়ি ফিরতে পারবেন তারা।
কলকাতা নাইট রাইডার্সের দলনেতা মরগ্যান ছাড়াও আরও দুজন ভারতে অবস্থান করছেন। তারা হলেন ডাভিড মালান ও ক্রিস জর্ডান।
গতকাল মঙ্গলবার ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ও আইপিএলের পরিচালনা পরিষদ এক জরুরি সভার পর সর্বসম্মতিক্রমে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দেয়।
জৈব সুরক্ষা বলয়ে থেকেও চারটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, কর্মকর্তা, কোচিং স্টাফ ও অন্যান্য স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রতিযোগিতাটি বাতিল করা হয়নি।
এদিন করোনাভাইরাস ধরা পড়েছে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসির। তাকে ভারতে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
Comments