উন্নত চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন পরিবারের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।
আজ রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে এ আবেদন পৌঁছে দেন।
তার বোন সেলিমা ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি, সেখান থেকে তা আইন মন্ত্রণালয়ে যাবে। তারপর তারা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
তিনি জানান, আবেদনে কোনো দেশের নাম নির্দিষ্ট করা না হলেও আমাদের ইচ্ছা বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুউজ্জামান খান কামাল দ্য ডেইলি স্টারকে জানান, তারা চিঠিটি পেয়েছেন এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আবেদনটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন:
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার: অ্যাটর্নি জেনারেল
স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়েছেন মির্জা ফখরুল
খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড
সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
Comments