ওসমান ডাকাত সাজতে ৩ ঘণ্টা সময় লাগতো: নিরব
‘প্রতিদিন ওসমান ডাকাত চরিত্রটির জন্য আমার মেকআপ নিতে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা। এ কারণে শুটিং চলাকালীন সকালে উঠতাম। আমার গলা ও ঘাড়ের কাছে কাছে দুটো কাটা দাগ তৈরি করা লাগতো। সিনেমার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করতে অনেক চেষ্টা করেছি। পর্দায় দেখতে যেন ঠিক ওসমান ডাকাতের মতোই লাগে সে কারণে। চরিত্র হয়ে উঠার চেষ্টা করেছি মাত্র।’
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশের পর নিজের লুক নিয়ে দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন চিত্রনায়ক নিরব।
‘আমি আর মিথিলা দীর্ঘদিনের বন্ধু। দীর্ঘ ১৫ বছর আগে দুজনে বিজ্ঞাপন, কিছু ফটোশুটের কাজ করেছিলাম। অনেক বছর পর একসঙ্গে সিনেমায় অভিনয় করছি। পুরনো বন্ধুর সঙ্গে নতুন কাজের অভিজ্ঞতা সুন্দর,’ বলেন নিরব।
সিনেমাটি নিয়ে পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই সিনেমার মূল গল্পই হলো ভালোবাসা। একটা মানুষ যতোই খারাপ হোক না কেন। ভালোবাসা তাকে বদলে দিতে পারে। অমানুষ সিনেমার গল্পে সেটা বলতে চেয়েছি। সিনেমা হল ওটিটি দুই মাধ্যমেই মুক্তি পাবে। কোরবানির ঈদ মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’
‘অমানুষ’ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নিরব ও মিথিলা। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ অনেকে।
Comments