হ্যাজার্ডের হারানো আত্মবিশ্বাস ফেরাতেই খেলিয়েছেন জিদান

'হ্যাজার্ড এ রামোস সেমি-ফাইনাল খেলার যোগ্য ছিল না।' সেমি-ফাইনাল ম্যাচের পারফরম্যান্স অ্যানালাইসিস করে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কার সংবাদের শিরোনাম ছিল এমনই। এ বেলজিয়ান ফরোয়ার্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তারা। সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কেন খেলানো হলো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একই প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনেও। হ্যাজার্ডের আত্মবিশ্বাস ফেরাতেই তাকে খেলিয়েছেন বলে জানান দলের কোচ জিনেদিন জিদান।
বুধবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির কাছে ২-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। আগের দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র হয়েছিল দুই দলের লড়াই। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছে ইংলিশ ক্লাবটি।
তবে এদিন যেন নিজেদের মধ্যেই ছিলেন না রিয়ালের খেলোয়াড়রা। পুরো ম্যাচেই ছিল চেলসির একচ্ছত্র প্রাধান্য। রিয়ালের খেলোয়াড়দের দেখে যেন মনে হয়েছে পরিশ্রান্ত। আত্মবিশ্বাসের ঘাটতিও যেন স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। পুরো ম্যাচেই বর্ণহীন ছিলেন হ্যাজার্ড। ৫৩ বার বলে পা লাগানোর সুযোগ পেয়েছেন। তাতে সঠিক পাস দিয়েছেন ৩৩টি। কোনো সুযোগ তো তৈরি করতে পারেনই-নি, লক্ষ্যে মাত্র একটি শট।
অবশ্য একের পর এক ইনজুরিতে চলতি মৌসুমে ঠিকভাবে মাঠেই থাকতে পারেননি হ্যাজার্ড। তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ছিল তলানিতে। সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই তাকে খেলানো হয়েছে বলে জানান জিদান, 'এডেনের খেলতেই হতো। তাকে অবশ্যই তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, ধীরে ধীরে এবং ম্যাচ খেলেই।'
চলতি মৌসুমে বেশ সংগ্রাম করতে হয়েছে রিয়ালকে। একের পর এক খেলোয়াড়ের ইনজুরি কাবু করে রাখে দলটিকে। সে দল নিয়ে এতোটা পথ পারি দেওয়া মোটেও সহজ ছিল না। তাই সেমি-ফাইনালের মঞ্চে এসে হারার পর খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন করা পছন্দও হয়নি জিদানের, 'আমরা সেমি-ফাইনালে খেলেছি এবং খেলোয়াড়রাও প্রস্তুত ছিল। যেহেতু তারা খেলেছে তার মানে তারা প্রস্তুত ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্ব করতে পারি। আমরা চেষ্টা করেছি এবং এতো দূর পর্যন্ত আসতে পেরেছি, ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে এসে বাদ পড়েছি।'
নিজেদের ভুল মেনে প্রতিপক্ষকে অভিনন্দনই জানিয়েছেন কোচ, 'চেলসি দারুণ একটি ম্যাচ খেলেছে এবং ফাইনালে উঠেছে। তাদের অভিনন্দন জানাতে হবে। আমরা বলতে পারি তারা এ জয় প্রাপ্য ছিল। আমরা চেষ্টা করেছি কিন্তু দিন শেষে তারাই জয় প্রাপ্য ছিল এবং এগিয়ে গিয়েছে। আমরা অনেক একক লড়াইয়ে হেরেছি এবং আমাদের কোনো কিছুর অভাবও ছিল। আমরা চেষ্টা করেছিলাম। এটা অত্যন্ত চাহিদাপূর্ণ ম্যাচ ছিল। আমাদের আক্রমণে আরও আক্রমণাত্মক হতে পারতাম। গোল করার মতো কোনো সম্ভাবনাই আমরা তৈরি করতে পারিনি। তারা সম্ভাবনা তৈরি করেছি এবং সেখান থেকে গোল আদায় করেছে। এটাই ছিল।'
Comments