বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রীর মতামত রোববার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে তিনি আগামী রোববার মতামত দিতে পারেন।
khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে তিনি আগামী রোববার মতামত দিতে পারেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি বিকেল ৪টায় আইন সচিবের দপ্তর থেকে ফাইলটি পেয়েছি। আমি এটা দেখব। পরে এ বিষয়ে মতামত দেব।’

‘ফাইলটি যাচাই করতে হবে বলে আমার পক্ষে আজ মতামত দেওয়া সম্ভব না। সম্ভবত পরের কার্যদিবসে (রোববার) আমার মতামত জানাব,’ আনিসুল হক বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে।

ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১ (১) অনুযায়ী সাজা স্থগিত করে সরকার গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়।

পরে তার সাজা স্থগিতের মেয়াদ দুই দফা বাড়ানো হয় এবং সরকার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, এ সময় খালেদা জিয়া তার বাড়িতে চিকিত্সা নিতে পারবেন এবং তিনি এ সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না।

 

আরও পড়ুন:

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

উন্নত চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন পরিবারের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার: অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়েছেন মির্জা ফখরুল

খালেদা জিয়া সিসিইউতে

খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory be worthwhile for the Awami League?

11h ago