ভারতকে ১০ হাজার রেমডেসিভির উপহার দিলো বাংলাদেশ
করোনার চিকিৎসায় উপহার হিসেবে ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির হস্তান্তর করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ভারতের পেট্রাপোলে দেশটির প্রতিনিধির কাছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার এই রেমডেসিভির হস্তান্তর করেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস উৎপাদিত এই ১০ হাজার ইনজেকশন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা সহায়তা হিসেবে পাঠানো হয়েছে।
এর আগে, বেনাপোল বন্দর দিয়ে এ ওষুধ পাঠানো হয়। ওষুধ রপ্তানির কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রবি ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বেনাপোল বন্দর দিয়ে আজ বিকেলে ৩৩৪ কার্টুনে করে ১০ হাজার রেমডেসিভির ভারতে গেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোলকাতায় বাংলাদেশি হাইকমিশনার ওপারে এগুলো গ্রহণ করেন।
Comments