করোনাভাইরাস

মৃত্যু ৩২ লাখ ৫১ হাজার, আক্রান্ত ১৫ কোটি ৫৬ লাখ

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।
Corona_Global_7Jan21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ৩২ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৬ লাখের উপরে। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় কোটি ১৯ লাখের বেশি।

আজ শুক্রবার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল ৮টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ৩২ লাখ ৫১ হাজার ৪৩৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় কোটি ১৯ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৩ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮০ হাজার ৫৪ জন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন দুই লাখ ৩০ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন।

জনস হপকিনসের হিসাবে, মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫০ লাখ ৩ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন চার লাখ ১৬ হাজার ৯৪৯ জন। দেশটিতে সুস্থ হয়েছেন এক কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৫৮৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ১৭৩ জন, আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৮ হাজার ৮৩১ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৭১৩ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ৬৯ হাজার ১৬০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১১ হাজার ৭৯৬ জন। আর সুস্থ হয়েছেন সাত লাখ দুই হাজার ১৬৩ জন।

Comments

The Daily Star  | English

HC refuses Fakhrul's bail, issues rule asking why he shouldn't get bail

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today failed to secure bail from the High Court in a case filed over the vandalism of the chief justice's residence on October 28

23m ago