হেফাজত নেতা নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
আজ শুক্রবার ভোরে এক নারী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়।
এর আগে, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে ফয়েজী অর্থের যোগান দিয়েছিলেন।
Comments