অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে বশেফমুবিপ্রবির কোষাধ্যক্ষ নিয়োগ: জবি শিক্ষক সমিতির নিন্দা

jagannath-university-logo-1.jpg

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। একইসঙ্গে অবিলম্বে এই নিয়োগের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শেষ করেছেন মো. আবদুল মান্নান। বিশ্ববিদ্যালয় জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টির স্থান। একজন কোষাধ্যক্ষ ভিসির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অর্থসংশ্লিষ্ট বিষয়সহ জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টির নানাবিধ কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করেন। কাজেই একজন প্রথিতযশা শিক্ষাবিদই এই পদের যোগ্য। এ পদে একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের ওপর আমলাতন্ত্রের নগ্ন হস্তক্ষেপ। এই নিয়োগ শিক্ষক সমাজে ক্ষোভের সঞ্চার করেছে। যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

সবশেষে চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে বশেফমুবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই নিয়োগের আদেশ প্রত্যাহার করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago