পানের খিলির সঙ্গে ইয়াবা বিক্রি, চট্টগ্রামে গ্রেপ্তার ১
চট্টগ্রামে পানের খিলির সঙ্গে ইয়াবা বিক্রির অভিযোগে মো. সাজু মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর দেওয়ানহাট দুই নম্বর রেল ক্রসিং সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদ পেয়ে দেওয়ানহাট ২ নম্বর রেল ক্রসিং সিগন্যাল এলাকা থেকে সাজুকে তার পানের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানান ওসি।
ওসি জানান, পুলিশকে ফাঁকি দিতে পানের দোকানের আড়ালে বিশেষ কায়দায় ইয়াবা বিক্রি করার বিষয়টি সাজু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা আছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন।
Comments