সহিংসতার প্রতিবাদে বিধানসভা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
হিন্দুস্তান টাইমস জানায়, আজ শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও দলটি অংশ নেবে না বলে জানানো হয়েছে।
শুক্রবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সভাপতিত্বে বৈঠকে মুকুল রায় ছাড়া বিজেপির ৭৬ জন নির্বাচিত বিধায়কই উপস্থিত ছিলেন।
দিলীপ ঘোষ জানান, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্য জুড়ে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এর পর গণতন্ত্রের চর্চাই বৃথা। আগে সহিংসতা থামুক, তারপর বিধানসভার অধিবেশনে নির্বাচিত বিধায়করা যোগ দেবেন।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গে ৭৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ভোটে নির্বাচিতরা বৃহস্পতি ও শুক্রবার শপথ নিয়েছেন।
Comments