বকেয়া বেতন, আন্তজেলা বাস চালুর দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন ও দূরপাল্লার বাস চালুর দাবিতে ঢাকার মিরপুরে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভের মিরপুরে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর ১টায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
বিক্ষোভকারী শ্রমিকদের আরেকটি দাবি ছিল ঈদের ছুটি তিন দিন থেকে বাড়িয়ে সাত দিন করা। তারা বলেছেন, ছুটি বাড়লে তারা বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যেতে পারবেন।
মিরপুর ১৪ এর হামিম গার্মেন্টস কারখানার একজন শ্রমিক দ্য ডেইলি স্টারকে বলেন, প্রত্যেক ঈদে আমাদের ছুটি থাকে ৮-১০ দিন। শুধু ঈদের ছুটিতেই আমি কিশোরগঞ্জে আমার বাড়িতে যেতে পারি। অথচ এবার ছুটি দেওয়া হয়েছে মাত্র তিন দিন। যেন বাড়িতে যেতে না পারি সে জন্যে গত মাসের বেতনও আটকে রাখা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে মিরপুর ১০ ও মিরপুর ১৪ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েটি কারখানার কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল। এই এলাকায় প্রায় ৩০টি তৈরি পোশাক কারখানা রয়েছে।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বিক্ষোভকারীদের দিক থেকে ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙেছে। কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভে যোগ দিতে দেরি করায় সেখানেও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধৈর্যসহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বেলা ১টার দিকে শ্রমিকরে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
Comments