সল্টলেক স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সল্টলেক স্টেডিয়ামে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সল্টলেক স্টেডিয়ামে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নামে পরিচিত ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামটিতে ২৫০ শয্যার করোনা হাসপাতাল তৈরি করেছে আমরি হসপিটালস গ্রুপ।

সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কলকাতা শহর ও এর আশেপাশে ব্যাপকভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা হাসপাতালে শয্যার অভাব দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরি হসপিটালস গ্রুপকে হাসপাতাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট স্টেডিয়ামের এই অস্থায়ী হাসপাতালটিতে হালকা থেকে মাঝারি উপসর্গের করোনা রোগীরা চিকিৎসা পাবেন। স্টেডিয়ামে বড় একটি তরল মেডিকেল অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, এর সঙ্গে পাইপ যুক্ত করে প্রতিটি শয্যায় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে চার শয্যার একটি রেসপিরেটরি কেয়ার ইউনিটও স্থাপন করা হয়েছে।

এই হাসপাতালে সাধারণ ওয়ার্ড, সিঙ্গেল-বেড ও ডাবল-বেডের কেবিনও রয়েছে।

আমরি হসপিটালস গ্রুপের প্রধান নির্বাহী জানান, শিগগিরই হাসপাতালটিতে আরও শয্যা বাড়ানোর পরিকল্পনা চলছে। এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ২০০ শয্যা বিশিষ্ট আরও একটি অস্থায়ী হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

23m ago