৩২৭৯ পরিবারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
দেশে চলমান করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে গত এক সপ্তাহে তিন হাজার ২৭৯টি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত রামু, বগুড়া, ঘাটাইল, চট্টগ্রাম সেনানিবাস, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রিজিওনের বিভিন্ন ইউনিট, কুমিল্লা, রংপুর, ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট এবং মিরপুর সেনানিবাসের ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড সেনানিবাসের পাশের এলাকাগুলোর মোট তিন হাজার ২৭৯টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে সেনাবাহিনী এ মানবিক সহায়তা দিচ্ছে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments