চুয়াডাঙ্গায় পুলিশের ওপর মাদক চোরাকারবারিদের হামলা, গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় মাদক চোরাকারবারিদের হামলায় চার কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রোববার সকালে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় মাদক চোরাকারবারিদের হামলায় চার কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রোববার সকালে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রাতে পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। ইতোমধ্যে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।’

মাহাবুবুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে পুলিশের একটি দল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরাস্থানের পাশের মাঠে অভিযান চালিয়ে ইয়াবা চোরাকারবারি আব্দুল হাকিমকে আটক করে। সে সময় হাকিমের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক, উপসহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন, মামুন আলী, ইদ্রিস আলী ও পুলিশ সদস্য সোহেল রানা আহত হন। হামলার সময় হাকিম হাতকড়াসহ পালিয়ে যান।’

‘পরবর্তীতে অভিযান চালিয়ে হাকিমসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এরা হলেন— ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮), একই গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২) ও তার ছেলে খায়রুল ইসলাম (৩২)। অভিযানে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন’, বলেন মাহাবুবুর রহমান।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago